মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় সাতজনকে জীবিত উদ্ধার হয়েছে। এখনও ৪ জন নিখোঁজ রয়েছেন।
শুক্রবার বিকেল ছয়টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন সোনারগাঁর সিমানাবর্তী মেঘনা নদীতে ১১জন যাত্রী নিয়ে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি ঘটনা ঘটে।
জানা যায়, গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের একই পরিবারের চারজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে তারা ইঞ্জিন চালিত ট্রলার ভাড়া করে ঘুরতে গিয়েছিল হঠাৎ করে বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।
তাৎক্ষণিক ঘটনাস্থলে গজারিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ গজারিয়া নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা উদ্ধার অভিযানে নামে। এখনো পর্যন্ত নিখোঁজ যাত্রীদের সন্ধান পাওয়া যায়নি তবে জানা গেছে তারা গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী জানান ঘটনাস্থলে পুলিশ, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস টিম গিয়ে উদ্ধার অভিযানে নামে।